How to make Facebook pishing site bangla


 

ফিসিং সাইট তৈরি করে জেনে নিন অনেক অজানা তথ্য

ফিসিং সাইট তৈরি করা নিয়ে অনেকের অনেক আগ্রহ থাকে। অনেকেই অনলাইনে খুজে থাকেন কীভাবে ফিসিং সাইট তৈরি করা যায়। এই পোষ্টটি তাদের জন্য শুধু মাত্র যারা শিখতে চায়। এখানে শুধু মাত্র ফেসবুক ব্যবহার করা হয়েছে। ধরুন আমরা ফেসবুকের ফিসিং সাইট বানাবো। চলুন দেখে নেই আমাদের কি কি করতে হবে।

প্রথমে ফেসবুকের সাইটে যান www.facebook.com এরপর মাউস এর রাইট বাটন এ ক্লিক করে View page Source এরপর আপনি পেজ এর সোর্ছ কোড দেখতে পারবেন।

কোড কপি করে নোটপ্যাড++ এ পেস্ট করুন বা অন্য কোন টেক্সট এডিটর এ। এরপর Ctrl+F চেপে সার্চ বক্স ওপেন করুন।এরপর এই কোড লিখে সার্চ করুন

“action=https://www.facebook.com/login.php?login_attempt=1”

যদি অন্য সাইটের ফিসিং বানাতে চান তাহলে action= দিয়ে সেই সাইটের মত লিঙ্ক করে সার্চ করুন।

ফেসবুকের ওই লেখাটি (https://www.facebook.com/login.php?login_attempt=1 )

সার্চ করে খুজে বের করে মুছেফেলুন। সেখানে লিখে ফেলুন

post.php

এবার কোডটি index.html এ সেভ করুন।

তারপর নোটপ্যড এ নিউ পেজ নিয়ে নিচের কোড পেষ্ট করুন।
إرسال تعليق (0)
أحدث أقدم